ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের সাথে সংঘর্ষ ও গাড়ি পুড়ানোর মামলায় হিরণ গ্রেফতার
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ২টার সময় গৌরীপুর পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি হাসান আল মামুন।
পুলিশসূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে গত ২০ জুলাই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সাথে সাথে সংঘর্ষ ও পুলিশের গাড়ি পুড়ানো মামলায় হিরণ প্রধান আসামী। ৬৪ জনের নাম উল্লেখসহ ৬ শতাধিককে অজ্ঞাত করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
এই মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্য গ্রেফতারকৃতরা হলেন- রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহ আলম, ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মরহুম আছির উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ, তারা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন ও নন্দীগ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, গৌরীপুর বাজার থেকে হিরণকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন