ময়মনসিংহের গৌরীপুরে ভাই-ভাতিজার হামলায় বৃদ্ধের মৃত্যু, বাড়ি ঘরে অগ্নিসংযোগ! মামলা দায়ের

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাই-ভাতিজাদের হামলায় আবেদ আলী খাঁ (৬৫) এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষদের ৫টি ঘরে আগুন দিয়েছে উত্তেজিত এলাকাবাসী। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

নিহত আবেদ আলী হিম্মতনগর গ্রামের মৃত সমির খাঁ’র পুত্র। হত্যার ঘটনায় ৭ জন নামীয় আসামী ও ৭জন অজ্ঞাতনামাকে আসামী করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ২৩। তার আগে ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামী ছাবেদ আলী খাঁ কে গৌরীপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।

এদিকে ওই শনিবার রতেই নিহতের মেয়ের জামাতা নূরুল ইসলাম ইসলাম বাদী হয়ে মোঃ ছাবেদ আলী খাঁকে প্রধান আসামী করে মামলা দায়ের করে।

মামলার অন্যান্য আসামীরা হলেন, সমির খাঁর পুত্র জাবেদ আলী খাঁ, মোঃ ছাবেদ আলী খাঁর পুত্র আমিরুল খাঁ, মাজহারুল খাঁ, জাবেদ আলী খাঁর পুত্র আসাদুল খাঁ, আব্দুল মালেক খাঁ, আমির খাঁর পুত্র আব্দুল আজিজ খাঁসহ অজ্ঞাত ৬/৭ জন।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গত শনিবার সকালে বিবাদীগণ বাদীর শ্বশুড়ের জায়গায় খুঁটি মারিয়া রাখে। ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষ আসামীরা আবেদ আলীকে ধাওয়া দিলে তিনি প্রাণের ভয়ে প্রতিবেশির ঘরে অশ্রয় নেন। বিবাদীগণ ওই ঘরেও প্রবেশ করে আবেদ আলীর উপর কিল-ঘুষি মারতে থাকে।

এ সময় আবেদ আলী প্রাণে বাঁচতে দৌড়ে পার্শ্ববর্তী পালান্দর গ্রামের কাঁচা রাস্তার সামনে যাওয়া মাত্রই আসামীগণ পুণরায় নিহতের শরীরে কিলঘুষি দিয়ে মৃত্যু নিশ্চিত করে। আশেপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত আবেদ আলী খাঁ’র স্ত্রী খোদেজা আক্তার জানান, তার স্বামীর ভাই ছাবেদ আলী ছাবুর নিকট থেকে সাড়ে ২২শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি নিয়ে বিরোধের ঘটনায় শনিবার দুপুরে হামলা চালায়। আমরা দু’জন নিজ ঘরে আটক ছিলাম। আমার স্বামী প্রথমে পাশের বাড়িতে পরে দৌড়ে পাশের গ্রামে আশ্রয় নেয়ার চেষ্টা করে। কিন্তু ওরা হামলা করে তাকে হত্যা করেছে। এই হত্যার বিচার দাবী করেছেন তিনি।

এ দিকে ঘটনার দিন রাতেই গ্রামের উত্তেজিত জনতা প্রতিপক্ষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে ৫টি ঘর পুড়িয়ে দেয়। পরে গৌরীপুর থানার পুলিশ, গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের দুটি ফোর্স ও গৌরীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে গৌরীপুর ফায়ার স্টেশনের কমান্ডার মোঃ হাছানুজ্জামান শাহীন জানান, আবেদ আলী খাঁর নিহতের ঘটনাকে কেন্দ্র করে একদল উত্তেজিত জনতা বিবাদীদের বাড়িতে আগুন দিয়েছে বলে ধারণা করছেন তিনি। এ অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। গৌরীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১ ঘন্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয় বলেও তিনি জানান।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্যা মাজহারুল আনোয়ার বলেন, ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।