ময়মনসিংহের গৌরীপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/IMG-20230522-WA0045-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে সাতদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজা আফসানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সৈয়দ শফিকুল ইসলাম, উপকারভোগী বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, জনি হামিদ প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন