ময়মনসিংহের গৌরীপুরে মাধ্যমিক শিক্ষার মানউন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের গৌরীপুর বুধবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক অফিসের আয়োজনে বিকেল আড়াইটায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে মাধ্যমিক শিক্ষার মানউন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন। এসময় অত্র উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয়ের একাধিক সমস্যাদির কথা তুলে ধরেন।
সভাপতি সমাপনী বক্তব্য জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ২০২২ বাস্তবায়নের আলোকে ষষ্ঠ,সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম ফলপ্রসূ করার লক্ষ্যে উপজেলার স্কুল, মাদ্রাসা সমুহের সম্মানিত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানগণের আন্তরিক সহযেগিতা কামনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন