ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ভিজিএফ এর ১০৬ বস্তা চাল জব্দ, গ্রেপ্তার-১

ময়মনসিংহের গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে ভিজিএফ এর (৩০ কেজি) ১০৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।
সোমবার ভোর রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে সারা দেশের মতো জেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসাবে রবিবার (১জুন) গৌরীপুরের ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি ভিজিএফ এর ওই চাল উপকারভোগীদের মধ্যে সুষ্ঠু ভাবে বিতরণ না করে নিজস্ব লোকের মাধ্যমে বরাদ্দকৃত চালের একটি অংশ বিক্রি করে দেন। পরে ওই চাল ইউনিয়ন পরিষদের পাশে মো. শাহজাহানের বাড়িতে স্তূপ করা হয়। সোমবার ভোররাতে ওই চাল সরিয়ে নেয়ার সময় যৌথবাহিনীর অভিযানে ধরা পড়ে। এসময় অনেকে পালিয়ে গেলেও শাহজাহানের স্ত্রী কল্পনা আক্তারকে গ্রেফতার হয়।
এই বিষয়ে জানতে চাইলে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনির মুঠোফোনে যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া যায়।
রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব টুম্পা রানী সাহা বলেন, রামগোপালপুর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর জন্য ৩২৮৭ জন উপকারভোগী রয়েছে। প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হবে। আজ চাল দেয়ার কথা ছিল। কিন্ত চুরির ঘটনায় সোমবার চাল বিতরণ করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, যৌথবাহিনীর অভিযানে ভিজিএফ এর চাল জব্দের ঘটনায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে ও গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে ৩০ কেজির ১০৬ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















