ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG-20230804-WA0009-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৪ আগস্ট) শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম।
খেলা উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম, নূরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি।
খেলায় গৌরীপুর একাদশ ১-০ গোলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফকরুল ইসলাম, মঞ্জুর আহামেদ বাহার, শহীদুল্লাহ রুমেল ও খোকন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন