ময়মনসিংহের গৌরীপুরে শোক দিবসের আলোচনা সভায় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবাণ জানান সোমনাথ সাহা
‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন তাঁতী লীগ আয়োজিত পাছার উচ্চ বিদ্যালয় মাঠে ১৫ আগষ্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি থেকে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ’৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। যা ইতিহাসের বর্বরতম হত্যাকান্ড। ঘাতকরা সেদিন বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিলো কিন্তু সফল হয়নি। ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্থানি ধারায় ফিরিয়ে নিতে চেষ্টা করেছিলো ঘাতকেরা। এই অপশক্তিই আবারো ক্ষমতায় এসে আরেকটি পচাত্তর ঘটানোর চেষ্টা করছে।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার আহবাণ জানান তিনি।
আলোচনা সভায় সহনাটি ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোঃ হাবিউল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, মাসুদ মিয়া রতন, সাবেক গৌরীপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক সহনাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহিদাস আচার্য, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক জাকির হাসনাত দোলন, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায় তপন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিন, উপজেলা আওয়ামী সাবেক সদস্য আবুল কাশেম সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডালেছ, উপজেলা তাঁতীলীগের সভাপতি রানা আহমেদ কদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফউজ্জামান গোলাপ, সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস আচার্য প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন