ময়মনসিংহের ধোবাউড়ায় মদের বোতল সহ ১জন গ্রেফতার

ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের অভিযানে২৩৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) ময়মনসিংহের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ (২২ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে ধোবাউড়া থানাধীন হুজুরী দর্শা চকবাড়ী শ্রমীক ইউনিয়ন অফিসের সামনে পুলিশ চেক পোষ্ট পরিচালনা করাকালে ট্রলি গাড়ী হতে তল্লাশী করে২৩৬ বোতল ভারতীয় অবৈধ মদ সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধৃত আসামীর পূর্ণ নাম ও ঠিকানা-১। মোঃ জসিম উদ্দিন (২২), পিতা-মোঃ কাশেম, সাং-কড়ইগড়া, থানা-ধোবাউড়া জেলা-ময়মনসিংহ। উদ্ধারকৃত আলামত-১।অবৈধ ভারতীয় মদ-২৩৬ বোতল ২। ট্রলি গাড়ী-০১টি।