ময়মনসিংহের নান্দাইলে চোরাই ট্রাক ১ জন গ্রেফতার

ময়মনসিংহ জেলার নান্দাইলে মডেল থানা পুলিশের অভিযানে ট্রাক চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার করা হয়।
(৪ জুলাই) নিয়মিত পুলিশের টহল ডিউটিসহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুপুর বেলায় মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজারে সাদেক মিয়ার ধানের দোকানের পাশের গলির ভিতর থেকে একটি চোরাই হলুদ রংয়ের ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-৫৩২৮, চেসিস, নং-373144J5R100985, ইঞ্জিন, নং-697TC48KR112762, উদ্ধারসহ ট্রাক চোর চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করা হয়।
নান্দাইল মডেল থানার মামলা নাম্বার-০৭, তারিখ-০৪/০৭/২৫, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য যে ট্রাক চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যহত রয়েছে ।
ধৃত আসামীর পূর্ণ নাম ও ঠিকানা:
১। মোঃ রুবেল মিয়া (৩৮), পিতা-মৃত শহিদুল্লাহ, মাতা-মোছাঃ হামিদা খাতুন,গ্রামঃ -সংগ্রাম কেলি, ইউনিয়ন-শেরপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন