ময়মনসিংহের নান্দাইলে মাদরাসার ছাত্রকে বলাতকারে মাদরাসা বন্ধ-শিক্ষক গারাগারে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/07/IMG-20240706-WA0000-1-882x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর বাসস্ট্যান্ডের(কানুরামপুর) পেট্রোল পাম্পের পূর্ব পাশের মাদরাসাতুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থীকে বলাতকার করার অভিযোগে শিক্ষক ওহাবীবাদী মৌলভি খলিলুল্লাহকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী আটক করে।
খবর নিয়ে জানাযায় কাঠ ব্যবসায়ি মারফত মিয়ার কাছ থেকে বাসা বাড়া নেয় নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৌলভি কেফায়াতুল্লাহ;বিগত একবছর পূর্বে তিনি একটি ধর্মীয় প্রতিষ্টান করার জন্য।স্থানীয়দের কাছ থেকে জানাযায় কেফায়াতুল্লা হলেন এ মাদরাসার পরিচালক।তারই ছোট ভাই ওহাবী মৌলভি খলিলুল্লাহ মুহতামিম বা প্রধান শিক্ষকের দায়িত্বে।
কোমলমতি ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা দেয়ার লক্ষে এলাকার ধর্মপ্রান লোকজন মাদরাসা এমনকি মৌলভি খলিলের প্রতি মুহব্বত বাড়ে।এরই ফলশ্রুতিতে সাধারন লোকজন মাদরাসায় ছেলে পাঠায় আদব কায়দা শিক্ষার জন্য।অপরদিকে ওহাবী মৌলভি লম্পট দুশ্চরিত্র খলিল আড়ালে কোমলমতি ছাত্রদেরকে বলাতকার করে আসছে অভিযোগ উঠে।
গত ৪-জুলাই নান্দাইলের বেলালাবাদ খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের নৈশপ্রহরী ছিদ্দিকের নাতিকে বলাতকারের অভিযোগে লম্পট মৌলভি খলিলুল্লাহ কে এলকাবাসী মাদরাসায় আটক করে। একপর্যায়ে অনেক লোক জমায়েত হলে মাদরাসার সাইনবোর্ড ছিরে নামিয়ে পেলে।মাদরাসাটি বন্ধ করে দেয়।উল্লেখ্য যে সারাদেশ ব্যাপী গড়ে উঠেছে এরকম ওহাবীবাদী মাদরাসা।
এরা সরকারের ভাবমুর্তি নষ্ট করছে বলে জানায় স্থানীয় সুশিল সমাজের লোকজন। বাড়ী, মহল্লায়, রাস্তারমোড়, এমনকি নিজবাড়ীতে সাইন বোর্ড লাগিয়ে চলছে এরকম পাঠদান। এসব প্রতিষ্টানে নেইকোন অনুমতি।ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠে। খবরনিয়ে আরো জানা যায় এসব মাদরাসার প্রধান নিজেই পরিচালক, সভাপতি, সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে।
কমিটি থাকলে ও নামেমাত্র। মুলতঃ নেই কোন তদারকি বা ভালো দেকবাল। নান্দাইল মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৌলভিকে উদ্বার করে থানায় নিয়ে যায়।এমন ঘটনায় এলাকায় ব্যাপক তুলপার শুরু হয়।
এব্যাপারে বলাতকারের স্বীকার ছেলে তার দাদা ছিদ্দিক প্রতিনিধিকে বলেন মনে করতাম মৌলভি ভালো।তবে কোমলমতি ছেলের সাথে এমন ন্যাক্বার ঘটনায় আমি হতবাক।আমি শিক্ষকের নামে মামলা করায় থানা পুলিশ তাকে কারাগারে পাঠায়। এরকম লম্পট মৌলভি থেকে দেশবাসী সাবধান। আমি এর তীব্র-নিন্দা প্রতিবাদ জানাই।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন