ময়মনসিংহের প্রবীন সাংবাদিক আজম জহিরুল ইসলামের ইন্তেকাল
ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (১২ নভেম্বর ) দিনগত রাত ৩ টার দিকে সদর ইউনিয়নের গাভীশিমুল গ্রামের বাসিন্দা সাংবাদিক আজম জহিরুল ইসলাম মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহির রাজিউন)। তিনি প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বিশিষ্ট ছড়াকার, লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৬ বছর ) তিনি স্ত্রী ও চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২ টা ১৫ মিনিটে গাভীশিমুল ঈদগাহ মাঠে তাঁর জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
প্রবীণ সাংবাদিক আজম জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, আওয়ার নিউজ বিডি ডটকমের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সুমন মিয়া, খোলা নিউজ বিডি মফস্বল সম্পাদক দিলীপ কুমার দাস, জয় টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলম ভুইয়া, বেগ ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর নিউজ এর সম্পাদক মশিউর রহমান কাউসারসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ শোক বার্তা জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন