ময়মনসিংহের ভালুকা পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার

ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ০১টি পিকআপ গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ,ভালুকা মডেল থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৪ শে জুলাই ভালুকা মডেল থানাধীন স্কয়ার মাষ্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পেয়ে যে।
ভালুকা থানাধীন হাজী বাড়ী মোড় মোল্লা মার্কেটের সামনে পাাঁকা রাস্তার উপর একদল ডাকাত একটি পিকআপে সমবেত হয়ে রোড ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ আন্তঃ জেলা ডাকাত দলের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের পূর্ণ নাম ও ঠিকানা:১। মোঃ মাহবুব হোসেন (৩৫), পিতা-মৃত শফিকুল ইসলাম, মাতা-রাবেয়া খাতুন, সাং-শেখ দি বালতুলু, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমান ঠিকানা সাং-ইসলামপুর মসজিদের পশ্চিম পাশে, থানা-ধামরাই, জেলা-ঢাকা।
২। আবু বক্কর সিদ্দিক (৩৩), পিতা-মৃত জসিম উদ্দিন, মাতা-ফানেছা বেগম, সাং-বালিকান্দা (বলিয়াচান্দা), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, বর্তমান ঠিকানা সাং-জামিরদিয়া (০৫না ওয়ার্ড জাকারিয়া এর বাসার ভাড়াটিয়া), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ।
৩। মোঃ ফারুক মিয়া (২১), পিতা-মোঃ আনসার আলী, মাতা-মোসাঃ মিনারা বেগম,সাং মালতিবাড়ী দিগর, ডাকঘর-ধরনীবাড়ী, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম।উদ্ধারকৃত আলামত:১। ধারালো দা-০১টি।২। কাটার-০১টি। ৩।কালো রংয়ের চায়না টর্চ লাইট- ০২টি।৪।হেক্স ব্লেইড-০১টি। ৫। করাত-০১টি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন