ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় যুব ফোরাম গঠন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/Muktagacha-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের মুক্তাগাছায় আস্থা প্রকল্পের অধীনে যুব ফোরাম গঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দি মল্লিকা ক্যাডেট একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে যুব ফোরাম গঠন করা হয়েছে।
হাফিজুর রহমান পলাশকে আহবায়ক ও শাম্মী ইয়াসমিন মীনাকে যুগ্ম আহবায়ক করে উপজেলা যুব ফোরামের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ইয়াসমিন, লাবনী, পাপ্পি, রেহেনা, সালমা, খাদিজা প্রমুখ।
পরে যুব ফোরামের আহবায়ক হাফিজুর রহমান পলাশের সভাপতিত্বে ও আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার আফরোজা আক্তার কনার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলার সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবদের কল্যাণে নিয়মিতভাবে কাজ করলে তা রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। যুব ফোরাম এই কাজটি করে যাবেন বলে তিনি প্রত্যাশা রাখেন।
যুব ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার। সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান পলাশ মানবতার কল্যাণ ও সমাজ উন্নয়নের কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন