ময়মনসিংহের সেহড়া বহুমূখী সমাজ কল্যাণ সমিতির ৫০ বছর উদযাপন

ময়মনসিংহ শহরে অবস্থিত সেহড়া বহুমূখী সমাজ কল্যাণ সমিতির (এসবিএসকেএস) পথ চলার ৫০ বছর উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়।এ ৫০ বছর উধযাপন উপলক্ষ্যে (২২ অক্টোবর) সোমবার সকাল ১০ টায় আলোচনা সভা কাচারী রোডস্থ অনুভব কমিউনিটি অনুষ্ঠিত হয়।

সেহড়া বহুমূখী সমাজ কল্যান সমিতি এর প্রধান নির্বাহী মোঃ নিজাম উদ্দিন হারুন এর সঞ্চালনায় ও অত্র সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব (স্বাস্থ্য) ইউনেস্কো ফেলো ডক্টর আশরাফুন্নেছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহ জেলার উপ পরিচালক মোঃ হারুন অর রশিদ,সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহের উপ-পরিচালক রাজু আহমেদ, সারা সংস্থার নির্বাহী পরিচালক তুষার দাং,গ্রামাউস এর নির্বাহী পরিচালক আব্দুল খালেক,বিএনএস চক্ষু হাসপাতালের পরিচালক শরিফুজ্জামান পরাগ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সেহড়া বহুমূখী সমাজ কল্যান সমিতির সাবেক প্রোগ্রাম অফিসার বাবু জ্যোর্তিরময় সাহা।পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আবু সালেহ।শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে উত্তরীয় পরিধান করানো হয়।সমিতির প্রতিষ্ঠাকাল থেকে জড়িত ২জন সদস্যকে সন্মাননা দেওয়া হয়।