মর্যাদার উইম্বলডন শেষ নাদালের
তৃতীয় উইম্বলডন শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল রাফায়েল নাদালের। শেষ ষোলোর ম্যাচে প্রথম দুই সেটে হারলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু পঞ্চম সেটে নাটকীয়ভাবে হেরে আসর শেষ হয়ে গেছে স্প্যানিশ তারকার।
পুরুষ র্যাঙ্কিংয়ের ষোলতম বাছাই জিল মুলারের বিপক্ষে হেরেছেন নাদাল। সোমবার রোমাঞ্চের ম্যাচে ৬-৩, ৬-৪, ৩-৬, ৪-৬, ১৫-১৩ গেমে হারেন নাদাল।
মর্যাদার এ টুর্নামেন্টে টিকে থাকতে দুর্দান্ত লড়াই করেছেন নাদাল। চার ঘন্টা ৪৭ মিনিটের দীর্ঘ ম্যাচে শুধু পঞ্চম সেটটি শেষ হতেই সময় লাগে দুই ঘন্টারও বেশি। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ সেটে ১৫-১৩ ফলাফলই অসাধারণ প্রতিযোগিতার কথা জানান দেয়।
আসরের টপ ফেবারিট নাদাল ছিটকে পড়লেও শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন অপর দুই সেরা তারকা রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। শেষ ষোলোর ম্যাচে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন সুইস তারকা ফেদেরার। কোয়ার্টার ফাইনালের ম্যাচে কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে খেলবেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।
অপর ম্যাচে সহজ জয়েই উইম্বলডনের কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে। ফ্রান্সের বেনোয়া পেরকে ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন ব্রিটিশ এ তারকা। শেষ আটের ম্যাচে ২৪তম বাছাই যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির মুখোমুখি হবেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন মারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন