মহাজোটের মহাজয় সুনিশ্চিত : মেনন

আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের মহাজয় সুনিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেনন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মালিবাগ মোড়ে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এ মন্তব্য করেন তিনি।

মেনন বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, ডিসেম্বরের এ বিজয়ের মাসেই আমরা স্বাধীনতাবিরোধী অপশক্তিকে পরাজিত করে ক্ষমতায় যাব। বিজয়ের মাসেই হবে আমাদের আরেক মহাবিজয়।’

নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে বিএনপির মনোভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সেনা মোতায়েনে নড়েচড়ে বসেছিল, ভেবেছিল আমাদের গৌরবান্বিত সেনাবাহিনী তাদের কোনো অন্যায় আবদারে কান দেবে। কিন্তু সেনাবাহিনী আসাতে তাদের সব ষড়যন্ত্রই নষ্ট হয়ে গেছে।’

‘টাকা দিয়ে তাদের ভোট কেনার ষড়যন্ত্র বানচাল হয়ে যাচ্ছে। এখন তারা উল্টো নিজেরাই খুনোখুনি করে নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র করছে। যতই ষড়যন্ত্র করুক, এ দেশ যেভাবে এগিয়ে চলেছে সেভাবেই এগিয়ে যাবে। এ চলমান উন্নয়ন আর কেউই দমিয়ে রাখতে পারবে না। আগামী ৩০ ডিসেম্বর বিজয় আমাদের সুনিশ্চিত হবেই হবে’বলেন রাশেদ খান মেনন।

পথসভায় আরও বক্তব্য দেন- ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, তোহিদুল ইসলাম প্রমুখ।