মহান বিজয় দিবসে রাঙ্গামাটি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে ৪৯তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিজয় দিবসের সুচনা করা হয়।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে শহীদদের স্বরণ করা হয়।

পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির পিপিএম, জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সিভিল সার্জন বিপাশ খীসা, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটির বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর পর সকল শ্রেণী-পেশার মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করে এবং দেশপ্রেমের শপথ বাক্য পাঠ করেন।

দিবসটি উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করে জেলা প্রশাসন।

এছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে।