মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের পক্ষ থেকে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ’২৫) সকাল ৮টায় জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির সাথে মিলরেখে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবিরের নেতৃত্বে এসময় উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন, মোঃ নাজমুল হোসেন, এনরোলমেন্ট অফিসার, মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টারস লিমিটেড, মোঃ রুস্তম আলী, এক্সিকিউটিভ অফিসার, বিএমটিএফ লিমিটেড উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন