মা হাসপাতালে, নানা বাড়ির পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
ঝালকাঠিতে নানা বাড়ির পুকুরের ডুবে নাদিয়া আক্তার (৭) ও তায়েবা আক্তার (৪) নামে সহোদরা দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রপাশা গ্রামে ওই শিশুদের নানা বাড়িতে এ ঘটনাটি ঘটে। তারা উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, ধারনা করা হচ্ছে বিকেলে বাড়ির লোকজনের অগোচরে নানা প্রবাসী সেলিম খানের বাড়ির পুকুরে ছোট বোন তায়েবা আক্তার হাত ধুতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে পানিতে পড়ে যায়। এসময় বড় বোন নাদিয়া আক্তার তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। পরে তাদের না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের জুতা ভাসতে দেখে পুকুরে খুঁজে তাদের ডুবন্তদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বজনরা আরও জানান, শিশুদের মা খাদিজা বেগম কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আসেন। খাদিজা ছোট বোন পিংকির কাছে দুই মেয়েকে রেখে তার মাকে (শিশুদের নানী) নিয়ে শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিমহা) চিকিৎসার জন্য ভর্তি হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন