২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে
মাগুরায় আ.লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিল-সমাবেশ-মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/IMG_20170821_172953-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সোমবার বিকালে মানববন্ধন করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ। এর আগে সকালে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ।
দুপুর ১২টায় জেলা যুবলীগ একটি বিক্ষোভ মিছিল করে। পরে শহরের ভায়না মোড়ে সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহবায়ক আলী আহাম্মেদ আহাদ ও আশারাফ খান।
তার আগে সকাল ১১ টায় সেচ্ছাসেবকলীগ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মো: সালাহউদ্দিন,যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, সোহরাব হোসেন সবুজ প্রমুখ।
বক্তরা অবিলম্বে ২১ আগষ্ট বরর্বর গ্রেনেড হামলায় জড়িতের বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবী জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন