মাগুরায় যাথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/05/Magura-may-day-pic.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় যাথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে র্যালীতে অংশ নেয়।
র্যালী শেষে শহরের সেগুনবাগিচায় জাতীয় শ্রমিকলীগ মাগুরা জেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম মোল্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল প্রমুখ ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন