মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/Accident.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় অলেয়া বেগম (৩৫) নামে গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন অলেয়া বেগমের স্বামী পিকুল হোসেন (৪৫) ও তাদের একমাত্র ছেলে আল আমিন হোসেন (১৮)। হতাহতদের বাড়ি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ব্যাটারী চালিত রিক্সা চালিয়ে পিকুল হোসেন স্ত্রী সন্তানকে নিয়ে সদরের শত্রুজিৎপুর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত পৌনে ৮ টার দিকে ছোট মান্দারতলা এলাকায় পৌছালে দ্রæত গতির একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী রিক্সাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় চালক পিকুলসহ রিক্সা আরোহী তার স্ত্রী, সন্তান রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ আলেয়া বেগমকে মৃত ঘোষনা করেন।
আহত পিকুল ও আল অমিনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন