মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/Accident.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা সদর প্রতিনিধি : মাগুরায় বুধবার দুপুরে মাগুরা-যশোর সড়কের কাঁচা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় লিমন হোসেন (২২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত লিমন জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, যশোর সদর থানায় কর্মরত লিমন ছুটি শেষে নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা শহরের কাঁচা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি সবজি বোঝাই ট্রাক তার মটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন