মাঝ আকাশ থেকে স্কুলের উপর পড়ল হেলিকপ্টারের জানালা!

মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মার্কিন সেনার একটি হেলিকপ্টার। মাঝ আকাশ থেকে খুলে পড়ল হেলিকপ্টারের সম্পূর্ণ জানালাটি। বিশাল এই জানালাটি সজোরে পড়ে একটি স্কুলের উপর। সেই সময় স্কুলের মধ্যে ৫০ জনেরও বেশি পড়ুয়া ছিল। বিশাল শব্দে সেটি পড়লে পড়ুয়াদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া গুরুতর আঘাত পেয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই সেখানে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা পৌঁছে যান। ঘটনার জন্যে ক্ষমা চেয়েছে মার্কিন সেনা।
অন্যদিকে, বেশ চ্যালেঞ্জ নিয়েই হেলিকপ্টারটিকে বেসে ফিরিয়ে নিয়ে আসেন পাইলটরা। কী কারণে এভাবে ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে মার্কিন মেরিন সেনারা।
জানা গেছে, জাপানে থাকা মার্কিন সেনাবাহিনীর বেস Air Station Futenma থেকে হেলিকপ্টারটি ওড়ে।
কিছুক্ষণের পরেই হেলিকপ্টারে থাকা বিশাল জানালাটি ভেঙে পড়ে। বিশাল শব্দে কার্যত স্কুলের মধ্যে আছড়ে পড়ে সেটি। জানা গেছে, হেলিকপ্টারটি পরিবহণের কাজে ব্যবহার করা হচ্ছিল। কলকাতা টুয়েন্টিফোর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















