মাঝ সমুদ্রে টর্নেডো, তার মাঝখান দিয়েই উড়ল বিমান
সমুদ্রের মাঝখানে তীব্র ঘূর্ণিঝড় বা টর্নেডো। এক নয়, একাধিক। তার মাঝখান দিয়েই যাচ্ছে যাত্রীবাহী বিমান। তীব্র ঝাঁকুনি, যখন তখন টর্নেডোর মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা। শেষপর্যন্ত অবশ্য যাত্রী-সহ সফল অবতরণ করে বিমানটি।
না কোনও সিনেমার দৃশ্য কিংবা কোনও কাল্পনিক গল্পও নয়, একবারেই সত্যি এই ঘটনা। ঘটেছে রাশিয়ায়। সম্প্রতি সামনে এসেছে সেই ঘটনার ভিডিও। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরালও হয়ে গিয়েছে সেটি।
জানা গিয়েছে, গত মঙ্গলবার কৃষ্ণসাগরের উপরে কমপক্ষে ১২টিরও বেশি ঘূর্ণিঝড় বা টর্নেডো তৈরি হয়। দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকটি বিমানের রুট বদল করা হলেও একটি বিমান সেখানে চলে আসে।
দেখা যায় বিমানটি তিনটি টর্নেডোর মাঝখান দিয়ে কোনওরকমে বেরিয়ে যায়। শেষপর্যন্ত সোচি বিমানবন্দরে সুরক্ষিতভাবেই অবতরণ করে।
কিন্তু মাঝখান দিয়ে বিমানটি যাওয়ার সময়ই যাত্রীদের অনেকেরই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা ছিল। দূর থেকে অনেকেই সেটি দেখতে পান। কেউ কেউ ভিডিও তুলে রাখেন। সেটিরই একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন