মাঝরাতে হঠাৎ দেবে গেল মাতামুহুরী সেতু, আটকা পড়েছে অসংখ্য যানবাহন
বুধবার মাঝরাতে কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর প্রাচীন ঝুঁকিপূর্ণ সেতুটির মাঝখানে দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ সড়কটি দেবে যাওয়ায় সড়কের উভয়পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।
চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও রোগীরা। সেতুটিকে স্বাভাবিক অবস্থায় এনে যানচলাচল উপযোগী করতে আনুমানিক ৮-১০ ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।
মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সায়দুল ইসলাম জানান, ‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী নদীর সেতুটি মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে গেছে।
এটি সওজ বিভাগকে অবহিত করার পরপরই সংস্কারকাজ শুরু হয়। তা স্বাভাবিক হতে বৃহস্পতিবার সকাল ৭-৮টা পর্যন্ত সময় লাগতে পারে। সেতুর উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে।’
ওই কর্মকর্তার মতে, দেবে যাওয়া অংশের সংস্কারকাজ শেষ হলেও এক লাইনেই সেতু পারাপার করতে হবে যানবাহনকে। আসন্ন ঈদের আগে সেতুটির দেবে যাওয়া অংশটি পূর্ণ সংস্কার করা হবে বলে সওজ বিভাগ জানিয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দুই পাশে আটকাপড়া যাত্রীদের মাঝে অনেকে নৌকাযোগে নদী পার হয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। তাই হয়রানি রোধে সড়কের উভয়পাশে পুলিশ রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন