মাঠের মধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু
কার মৃত্যু কিভাবে লেখা আছে, কেউ জানে না। নাইজেরিয়ান স্ট্রাইকার একুনদােয়ো এবেনেজার মায়োয়েকা কি জানতেন মাত্র ২৩ বছর বয়সেই তাকে চলে যেতে হবে পরপারে!
সুস্থ মায়োয়েকা খেলতে গেলেন। ৩৫ মিনিট পর্যন্ত খেললেনও। হঠাৎই মাঠের মধ্যে পড়ে গেলেন। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বললেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার।
রোববার তুরস্কে সারায়কোয়েস্পোর আর ইয়াসিলোকয়েস্পোরের মধ্যকার ক্লাব ম্যাচে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। নাইজেরিয়ান স্ট্রাইকারের মৃত্যুতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ডেনিজলি এমেচার স্পোর্টস ক্লাব ফেডারেশনের প্রেসিডেন্ট ফায়াজ চেসান এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছেন, মায়োয়েকার মৃত্যুর ঘটনাটি দুঃখজনক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন