মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় যুবক নিহত
মাদারীপুর জেলার সদর থানার হগল পাতিয়া এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বোমা হামলায় মো. শাওন মাতব্বর (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাওনকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা জাহাঙ্গীর মাতব্বর। তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে হাবিল মাতব্বর, সিরাজ মাতব্বর, মজিবর মতব্বর ও শের জামালের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আমার ছেলের উপরে বোমা নিক্ষেপ করে। এতে আমার ছেলে দুই পায়ে হাঁটুর নিচের মাংসপেশি উড়ে যায় এবং গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন