মাদারীপুরে একটি হত্যা মামলার রায় ফাঁসির আদেশ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর আজ সোমবার আলোচিত নিতু হত্যা মামলার প্রধান আসামি মিলনের ফাঁসির রায় দেন মাদারীপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ।
মামলার বিবরনী থেকে ও পিপি এমরান লতিফ জানান, কালকিনি উপজেলার নবগ্রামের মৃত বীরেন মন্ডলের ছেলে মিলন (২৫)। একদিকে নিতু মন্ডল (১৪) একই গ্রামের নির্মল মন্ডলের মেয়ে। মিলন নিতুর গৃহশিক্ষক ছিলেন। এক পর্যায় মিলন নিতুর প্রেমে পড়ে যায়। কিন্তু নিতু মিলনের প্রেমে সাড়া না দেওয়া। নিতু নবম শ্রেণিতে পড়তেন তার স্কুল নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে মিলন ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ছুরিকাঘাতে হত্যা করে, পালিয়ে যাওয়ার সময়ে এলাকাবাসী মিলনকে ধরে পুলিশের কাছে দেয়। মিলন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় একই দিনে নিতুর বাবা বাদী হয়ে ডাসার থানায় একটি হত্যা মামলা করনে। এ রায় পেয়ে নিতুর বাবা সন্তুস্টি প্রকাশ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন