মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মাদারীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) সকালে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।

তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের সত্য, ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতা করার আহবান জানান। এছাড়া সাংবাদিকতার নামে অংপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজি সাংবাদিকতা যেন না হয়। সে বিষয়ে আপনারা সবাই খেয়াল রাখবেন। এসময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সফলতা কামনা করেন।

সংস্থার জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: সাইফুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, উপদেষ্টা শাহজাহান মোল্লা ও আলমগীর গনি, সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ ও হাসান সরদার জুয়েল, সহকারী মহাসচিব সাজেদুর রহমান সাজু কবি ও গবেষক সুবল বিশ্বাস

ডিবিসি নিউজের মনির হোসেন বিলাস, যুগান্তরের এইচ. এম. মিলন, চ্যানেল২৪ এর সাগর হোসেন তামিম প্রমুখ।

সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লিটন মোল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহ্ মো: সজীব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী।

মৈত্রী মিডিয়া সেন্টার সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, একুশে টিভির নজরুল ইসলাম পলাশ, সময় টিভির সঞ্জয় কর্মকার অভিজিৎ, ইন্ডিপেনডেন্ট টিভির রিপনচন্দ্র মল্লিক, মাত্রা’র সভাপতি শাহাদাত হোসেন লিটন, পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা কমিটির নেতৃবৃন্দগণ। অনুষ্ঠানে শুরুতে সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা একটি শিক্ষা, গবেষণা, ও কল্যাণমূলক সংগঠন। দেশের সাংবাদিক সমাজের বহুমুখী কল্যাণ সাধন সংস্থার লক্ষ্য। দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন হিসেবে ১৯৮২ সালের ১২ই ফেব্রæয়ারী জাতীয় সাংবাদিক সংস্থার জন্ম। প্রতিষ্ঠার ৪৩ বছর যাবত ধরে দেশের সকল জেলা ও উপজেলা সদরে মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে জাতীয় সাংবাদিক সংস্থা।