মাদারীপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক র্যালি
মাদারীপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৭ আগষ্ট) সকালে জেলা সদর হাসপাতাল থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা সদর হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মুনীর আহমেদ খান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকরাম হোসেন, মেডিকেল অফিসার ডা: মো: খলিলুজ্জামান হিমু, হরষিত বিশ্বাস, ডা: সাবিনা বিনতে আলমগীর, নার্স, স্বাস্থ্য সহকারী সহ অন্যরা।
এসময় বক্তারা ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থাকার আহবান জানান। এছাড়াও ফুটের টব সহ বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দিনে রাত্রে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং কোভিড ১৯ এর পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষা করানোর পরামর্শ দেন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় সরকারি হাসপাতালে ডেঙ্গুজ্বর নিয়ে আসছেন ২৭ জন, এপযন্ত ভর্তি আছেন ৭২ জন; গত ৮ মাসে ডেঙ্গু রোগে মারা গেছেন ২ জন, ভর্তি হয়েছেন ১৬৬৫, ছাড়পত্র নিয়েছেন বাড়ি ফিরছেন ১৫৯১।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন