মাদারীপুরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) বেলা ১১ ঘটিকায় সদরের ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিড়াইপাড়া গ্রামের আলহাজ¦ ডাক্তার মোঃ সিরাজুল হক সরদারের বাড়ির আঙ্গিনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মুহাম্মদ হাবিবুল আলম।
জেলা তথ্য অফিসের আয়োজনে সমাবেশে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় বৈষম্যহীন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম ও নিরাপদ খাদ্য সহ সামাজিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা পান্না হাওলাদার, সাবেক সেনা কর্মকর্তা এসকান্দার আলী মাতুব্বর সহ নেতৃস্থানীয় মহিলা ও অন্যান্য মহিলারা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন একতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী চায়না শেখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন