মাদারীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/08/bonduk.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে সদর উপজেলার শিড়খারা নামক স্থানে আজ সোমবার ভোরে মাদারীপুর গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আলিম মোল্লা ওরফে আলি মোল্লা নামের এক ডাকাত দলের যুবক সদস্য নিহত হয়েছে। মাদারীপুরের ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের সামসুল হক মোল্লার ছেলে নিহত আলি মোল্লা।
ঘটনার সূত্র থেকে জানা যায়, সোমবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া এলাকায় ডাকাতি করার জন্য একদল ডাকাত তৈরী হচ্ছিল। এ সময়ে মাদারীপুর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাতরা তাদের উপরে গুলি চালায়। এক পর্যায় পুলিশ আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছুড়তে থাকে। এক সময়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ আলি মোল্লার লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ সময়ে পুলিশ একটি পাইপগান উদ্ধার করে।
মাদারীপুর পুলিশের কর্মকর্তা বলেন, নিহত আলি মোল্লা মোটরসাইকেলের চোর গ্রæপের একজন সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে মাদারীপুর ও রংপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন