মাদারীপুরে সদর উপজেলা পরিষদের ভবন নির্মান কাজে অতিবর্ষণে বাধা
মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুর সদর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাম কাজে গত কয়েকদিনের অতিবর্ষণের কারনে বাধা হয়ে দাড়িয়েছে। প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাম কাজের জন্য প্রায় ২০ ফুটের চারকোনের মতো গর্ত করার প্রয়োজন হয়ে পরলে সেখানে গত কয়েকদিনের ভারি বর্ষণের কারনে ছোটখাটো একটি পুকুর মতো হয়ে পরেছে। তবে সেখানে আজ রবিবার সরজমিনে গিয়ে দেখা যায় এ নির্মাম কাজের দ্রুত বাস্তবায়নের জন্য বৃষ্টির পানি সরানের জন্য পানির মোটর বসানো হয়েছে।
উল্লেখ্য চলতি বছরের গত ১৮ মার্চ মাদারীপুর সদর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাম কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
এ প্রকল্পের বাস্তবায়নে আছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন