মাদারীপুরে হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি গ্রেফতার ৩
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা সদরের আচমত আলী খান সেতুর এলাকা থেকে অস্ত্র, হত্যাসহ আরোও বিভিন্ন ২৮ মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিদের গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮।
ঘটনার সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা সদরের আচমত আলী খান সেতুর এলাকা থেকে অস্ত্র, হত্যাসহ আরোও বিভিন্ন ২৮ মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিদের গ্রেফতার করেছে র্যাব-৮। গ্রেফতারকৃতরা হলেন আক্তার সিকদার (৩৯), ফারুক মৃধা (৩১) ও আমিনুল মৃধা (৩১)। এই গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বোমাবাজি ও চাঁদাবাজিসহ আরোও অনেক মামলা রয়েছে। এসব পলাতক আসামিদের বিরুদ্ধের আক্তার সিকদারের ২৮টি মামলা, ফারুক মৃধার ৮টি মামলা ও আমিনুল মৃধার ৪টি মামলা রয়েছে।
র্যাব-৮ গোপন সংবাদের উপরে অভিযান পরিচালনা করে জেলা সদরের আচমত আলী খান সেতুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। জেলার কালকিনি ও বরিশালের মুলাদী থানায় তাদের বিরুদ্ধে ঐ মামলাগুলি চলমান ছিল। গ্রেফতাকৃত তিনজনের মধ্যে একজন হলেন আক্তার সিকদার নামে তিনি কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন