মাদারীপুরের ডাসারে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালো আসামি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/Arrest-আটক-গ্রেপ্তার-গ্রেফতার.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুরের ডাসারে খোকন মুন্সি নামে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়েছে। পলাতক খোকন মুন্সি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে।
শনিবার (১ জুলাই) ডাসারের ইটভাটা এলাকার পাশ থেকে পুলিশের হাত থেকে সে পালিয়েছে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার ওসি হাসানুজ্জামানের নির্দেশনায় এসআই সুশিল অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকন মুন্সিকে গ্রেফতার করেন। কিন্তু তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশের একটি বিশেষ টিম খোকন মুন্সিকে পুনরায় গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রাখে।
পরে কয়েক ঘন্টার চেষ্টায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এ ব্যাপারে ওসি হাসানুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন