মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবির ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছে। ১০ জুলাই সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিখলী চর-কামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করে নৌপুলিশের একটি দল।
নিহতরা হলেন, ভোলা আহম্মদপুর এলাকার মিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৪৫), রংপুর কাউনিয়া এলাকার ফজলুল ইসলামের ছেলে একরামুল (৩০) ও নড়াইল লোহাগড়ার আফজাল হোসেনের ছেলে ইছা ইসলাম (২২)।
শিবচরের নিখলীর কলাতলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, নদ থেকে বালু উত্তোলন করে পাড়ে ফিরছিল বাল্কহেডটি। নদীতে তীব্র স্রোত থাকার কারনে বাল্কহেডটি ডুবে যায়। এসময় বাল্কহেডটিতে থাকা তিন শ্রমিক নিখোঁজ হয়। পরে নৌপুুলিশ ঘটনাস্থলে গিয়ে নদে তল্লাশী চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান জানান, নৌ-দুর্ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বালু আনা নেয়ার কাজে ওই বাল্কহেডটি ব্যবহৃত হতো বলে পুলিশকে জানিয়েছেন স্থানীয়রা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন