মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/new-photo-1-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুরের শিবচরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃতু্য হয়েছে। বুধবার (১১ মে) দুপুর বারোটা দিকে উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দরানীকান্দি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। বিদু্যৎস্পৃষ্ট হয়ে নিহত মনিরকাজী (১৫) দশম শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের আলমগীর কাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাড়ির সামনে মনির বৈদু্যতিক চার্জ দেওয়া অবস্থায় অটোভ্যানের ওপরে বস ছিলো, এ সময় বৈদু্যতিক তারে হাত লেগে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হন। স্থানীয়ারা আহতাবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শিবচর থানার পুলিশের কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ বিষয় কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন