মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে, নিহত-১৬,আহত-৩০
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/IMG_20230319_132410-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন যাত্রী নিহত হয়েছে। পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
রোববার (১৯ মার্চ) সকালে এ দূর্ঘটনায় হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গিয়ে বাসটি দুমড়েমুচড়ে যায় । জানা গেছে সকাল সোয়া ৮ টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৬ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে। বিস্তারিত আসছে…………..
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন