মাদুরোকে হত্যা করতে চেয়েছিল কলম্বিয়া?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা থেকে বেঁচে গেছেন। রাজধানী কারাকাসে সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে মাদুরো বক্তৃতায় দেয়ার সময় ওই ড্রোন হামলার ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় হামলার পর দেহরক্ষীরা মাদুরোকে বুলেটপ্রুফ শিল্ড দিয়ে রক্ষার চেষ্টা করেছেন। ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রী জর্জ রদ্রিগুয়েজ বলেন, প্রেসিডেন্ট স্ট্যান্ডের কাছাকাছি ড্রোন দুটি বিস্ফোরিত হয়।
মাদুরো পরে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, একটি উড়ন্ত বস্তু আমার কাছে চলে আসে, অনেক বড় বিস্ফোরণ ঘটে। এরপর দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনা ঘটে।
মাদুরোর কোনো ক্ষতি না হলেও হামলায় সাত সৈনিক তাতে আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ। এ ড্রোন হামলার জন্য প্রতিবেশী কলম্বিয়াকে দায়ী করেছেন মাদুরো। তবে কলম্বিয়া মাদুরোর দাবি অস্বীকার করেছে। সূত্র: বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন