মার্চেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলতে পারে
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে প্রয়োজনীয় তিন সূচকের সবগুলোতেই এগিয়ে আছে বাংলাদেশ। মন্ত্রীসভায় অর্থমন্ত্রী জানিয়েছেন, মার্চের মধ্যেই এ স্বীকৃতি মিলতে পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় এ নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পর্যালোচনা তুলে ধরেন অর্থমন্ত্রী।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এসব কথা বলেন তিনি।
শুরুতে মন্ত্রীপরিষদ বিভাগ গেলো বছরের শেষ তিন মাসের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন তুলে ধরেন তিনি। এরপর স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কার্যক্রমগুলো মন্ত্রীসভাকে জানান অর্থমন্ত্রী।
মন্ত্রীসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তথ্যগুলো জানান মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব এন এম জিয়াউল আলম জানান, উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে প্রয়োজনীয় তিন সূচকের সবকটিতেই এগিয়ে রয়েছে বাংলাদেশ।
পরে মন্ত্রীসভা বৈঠকেই কাস্টমস দিবসের স্মারক ডাকটিকেট উন্মোচন এবং সম্প্রতি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া শীতল পাটির স্মারক গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন