মার্শাল আর্টের ‘ব্ল্যাক বেল্টে’ রাহুল, ছবি ভাইরাল

ভারতে সম্প্রতি এক জনসভায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘আমি প্রত্যেকদিন ব্যায়াম করি। আমি দৌড়ই, সাঁতার কাটি।

আইকিডোতে আমার ব্ল্যাক বেল্ট রয়েছে। আমি এই সব নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খুলি না। কিন্তু খেলাধূলা আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ’
আর তাঁর এই দাবি যে মিথ্যা নয়, সেটা প্রমাণ করতে মঙ্গলবার কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রিটুইট করা হলো সেই ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, ৪৭ বছরের এই নেতা আইকিডো অনুশীলন করছেন। রাহুল জানিয়েছেন, তিনি প্রতিদিন এক ঘন্টারও বেশি সময় ধরে এই খেলার অনুশীলন করেন। আইকিডো আইকিকাই ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট মোতাবেক রাহুলের শিক্ষক পরিতোষ কর ১৫ বছরেরও বেশি সময় ধরে আইকিডো শেখাচ্ছেন।

এদিকে রাহুল গান্ধীর এই ছবি রিটুইট করার কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাহুলের এই ছবি সম্ভবত অলিম্পিকে মেডেলজয়ী বক্সার বিজেন্দ্র সিংয়ের মন্তব্যের জবাব। বিজেন্দ্র সম্প্রতি মন্তব্য করেন, যে তিনি সাংসদ, বিধায়কদের বহু জায়গায় ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেখেছেন, কিন্তু কখনও কাউকে খেলাধূলা করতে দেখেননি।