মালয়েশিয়ায় ভিসা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসা পরিষেবা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) হাইকমিশনের কাউন্সিলর (কন্সুলার) জি এম রাসেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় পাসপোর্ট ও ভিসা প্রসেসিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক্সপ্যাট সার্ভিসেস (কুয়ালালামপুর) এসডিএন বিএইচডির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
হাইকমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি থেকে সেখানে মালয়েশিয়ার নাগরিকদের সাউথগেট কমার্শিয়াল সেন্টার লেভেল ২, ব্লক ই, নং ২, জালান দুয়া অফ জালান চ্যান সো লিন, ৫৫২০০ উইলায়াহ পারসেকুতুয়ান, কুয়ালালামপুর +৬০৩-৯২১২০২৬৭ , [email protected] ঠিকানা থেকে তাদের পাসপোর্ট জমা দিতে এবং সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট ও ভিসা সেবা দ্রুততর ও সহজতর করার লক্ষ্যে একটি কল সেন্টার উদ্বোধন করা হয়েছে। গত ৫ জানুয়ারি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভার্চুয়ালি এটি উদ্বোধন করেন। মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন