মালয়েশিয়ায় যশোরের রাজগঞ্জের তরজাতা যুবক শাহানুর নিহত, এলাকায় শোকের ছায়া

শাহানুর রহমান (২২)। এইতো ক’মাস আগেই বুকভরা স্বপ্ন নিয়ে, স্বপ্নের দেশ মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি। মালয়েশিয়ায় যাওয়ার পর কাজ পাই না, কাজ পাই না, এই ভাবে চলে গেলো প্রায় ১৫/২০দিন মতো। তারপর কাজ পেলো নির্মাণ সাইটে। কাজ করে, কোনো অসুবিধা নেই। দেশে থাকা পরিবারের সদস্য, কাকা ডাক্তার সিরাজুল ইসলাম, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলে। খুব ভালো আছি বলে।

বাড়িতেও আসতে চেয়েছিলো শাহানুর। কিন্তু কথা হচ্ছে- একজন প্রবাসী বাড়িতে আসতে চাইলেইতো আসা যায় না। একটি ছটপটে, স্মার্ট, তরতাজা যুবক শাহানুর।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ফেসবুক খুলতেই দেখি শাহানুরের ছবিসহ মৃত্যুর খবর। ফেসবুক ওয়ালে লেখা পড়লাম। কিন্তু কিভাবে মারা গেছে, এটা কেই লেখেনি। শাহানুরের বাড়ির পাশের বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে, তিনি বলেন- দশ তলার উপর থেকে কিভাবে যেনো পড়ে যেয়ে বুধবার (২২ নভেম্বর) দুপুরে মারা গেছে। এদিন সন্ধ্যার দিকে এই মৃত্যুর খবর শাহানুরের বাড়িতে আসার পর, বাড়ির সদস্যরা ও প্রতিবেশিরা কান্নায় ভেঙ্গে পড়েন। সে এক হৃদয় বিদারক ঘটনা।

মালয়েশিয়ার মাটিতে দুর্ঘটনার শিকারে নিহত শাহানুর রহমান, রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যশোর পত্রিকার ঝাঁপা ইউনিয়ন (রাজগঞ্জ) প্রতিনিধি সিরাজুল ইসলাম ভাইপো। তার পিতার নাম সিদ্দিকুর রহমান, তিনিও মালয়েশিয়ায় থাকেন। বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামে।

জানাগেছে- মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের একটি নির্মাণ সাইটে (দশ তলা বিল্ডিংয়ে) কাজ করার সময় ‘পা’ ছিলিপ করে পড়ে যায় নিচে। সেখানে ঘটনাস্থলেই নিহত হন শাহানুর। শাহানুরের অকাল মৃত্যুতে হানুয়ারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ তার বাড়িতে আসছে। নিহত শাহানুরের কাকা সিরাজুল ইসলাম জানান- আইনী প্রক্রিয়া শেষ করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।