মালয়েশিয়ায় স্ট্রোকে যশোরের ঝাঁপার যুবকের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/11/Polish_20241112_185748779-861x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মালয়েশিয়ার পেনাং শহরে স্ট্রোক করে আব্দুল মজিদ (৪৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতের কোনো এক সময় ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যু হয় তার। স্থানীয় ইউপি সদস্য আবু মুছা ও প্রতিবেশি আরিফ এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল মজিদ যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি ৩ সন্তানের জনক।
জানাগেছে- গত ৫-৭ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান আব্দুল মজিদ। মালয়েশিয়ার পেনাং শহরে একটি নির্মাণ সাইটে কাজ করতেন তিনি।
জানা যায়- মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কাজে যাওয়ার জন্য তার সঙ্গিরা ডাকাডাকি করে। তখন মৃত অবস্থায় শুয়ে থাকতে দেখতে পায় তারা। সংবাদ পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালে হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে আনা হবে।
এদিকে আব্দুল মজিদের অকালমৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন