মাশরাফির নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন প্রধানমন্ত্রী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলে নড়াইলের লোহাগড়ায় মাশরাফির নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া পাইলট স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় অংশগ্রহণ করবেন এবং বক্তব্য দেবেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দেবেন।
জানা গেছে, নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এখনও নিজের নির্বাচনী প্রচারণায় স্বশরীরে আসতে পারেননি। তবে এতে তার নির্বাচনী প্রচারণা থেমে নেই। তার পক্ষে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও নড়াইলের ৬৮টি স্পোর্টস ক্লাব, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন পেশাজীবী শ্রেণি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী নিজ খরচে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন। এছাড়া শহরের কয়েকটি ক্ষুদ্র হোটেল মালিক, ফল বিক্রেতা, ইজিবাইক সমিতির নেতৃবৃন্দ তাদের সামর্থ অনুযায়ী প্রিয় ক্রিকেটার মাশরাফির জন্য নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
স্থানীয়রা জানান, এ আসনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা সঙ্গে ২০ দলীয় জোটের শরিক এনপিপির চেয়ারম্যান এ জেড এম ড. ফরিদুজাজামানের মূল লড়াই হবে। এ আসনে আরও ৫ জন প্রার্থী বিভিন্ন দলের হয়ে লড়লেও তারা তেমন কোনো অবস্থান তৈরি করতে পারেননি। নড়াইল শহর ও আশে পাশের কোনো স্থানেই মাশরাফির নৌকা মার্কার প্রচারণা ছাড়া অন্য কারও প্রচারণা চোখে পড়ছে না। এমনকি নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কার পোস্টারও দেখা যাচ্ছে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন