মাশরাফির যে ক্যাচ তফাৎ গড়ে দিল, দেখুন ভিডিও

ক্যাচ- ম্যাচ জিতিয়ে দেয়। ক্রিকেটের প্রাচীন প্রবাদ। এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে বুধবার আবুধাবিতে যার সেরা উদাহরণ হয়ে উঠল বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ক্যাচ।

২৪০ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে সরফরাজ আহমেদের পাকিস্তান ৩ উইকেট খুইয়ে বসেছিল ১৮ রানে।

চতুর্থ উইকেটে শোয়েব মালিকের সঙ্গে ইমাম-উল-হকের জুটি যখন ক্রমশ বিপজ্জনক হয়ে উঠতে থাকে, ঠিক তখনই অসাধারণ দক্ষতায় শোয়েবের ক্যাচ নেন মাশরাফি।

রুবেল হোসেনের বল মিড উইকেটে একটু তুলেই মেরেছিলেন শোয়েব। অবিশ্বাস্য ভঙ্গিতে বাঁ-দিকে কার্যত পাখির মতো উড়ে গিয়ে বল তালুবন্দি করেন মাশরাফি।

পড়ে গিয়েও বাঁ-হাত থেকে বল ছাড়েননি তিনি। মাশরাফিকে এই ক্যাচ ধরতে দেখে অবাক হয়ে পড়েন খোদ শোয়েব মালিক। তখন তিনি ৩০ রানে খেলছিলেন।

২০.১ ওভারে ৮৫ রানে ফিরেছিলেন শোয়েব। পাকিস্তান এ ধাক্কা আর সামলাতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ২০২ রান। ৩৭ রানে জেতে বাংলাদেশ।

ওঠে এশিয়া কাপের ফাইনালে। মাশরাফির ওই ক্যাচ না নিলে যা হয়তো নাও হতে পারত।