মাহিন্দা রাজাপাকসের দেশ ত্যাগের পথ বন্ধ
সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের শ্রীলঙ্কা ছেড়ে অন্য দেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির আদালত। এই নিষেধাজ্ঞা তার পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য হবে।
বিক্ষোভের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সে জন্য প্রতিটি বিমানবন্দরে নজরদারি চালাতে বলেছেন আদালত। মাহিন্দা রাজাপাকসের পাশাপাশি তার সহযোগী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
একই সঙ্গে গত সোমবারের নাগরিকদের বিক্ষোভে পুলিশের গুলি চালানোর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
চরম আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরেই বিক্ষোভ করছিলেন নাগরিকরা। এমন পরিস্থিতির জন্য মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবার দায়ী বলে অভিযোগ দেশবাসীর। আন্দোলনকারীরা শুরু থেকেই মাহিন্দার পদত্যাগের দাবি তোলেন। যদিও মাহিন্দা রাজাোকসে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজি ছিলেন না। তবে পরিস্থিতি তাকে পদত্যাগে বাধ্য করে। গত সোমবার তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগেও নাগরিকদের ক্ষোভ প্রশমিত হয়নি। বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঘিরে ফেললে পরিবার নিয়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় একটি নৌঘাঁটিতে আশ্রয় নেন তিনি। অনেকেই আশঙ্কা করছেন, পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন মাহিন্দা রাজাপাকসে। আদালত তার সেই পথ বন্ধ করে দিলো।
সূত্র: এনডিটিভি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন