মাহী বি চৌধুরীর বাসভবনে গুলির ঘটনায় মামলা

মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট প্রার্থী বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বাসভবনে গুলি ও আটপাড়া নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় শ্রীনগর থানায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।

বুধবার রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা ও উপজেলার আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে মাহী বি চৌধুরীর বাসভবনের বাইরে থেকে ১ রাউন্ড গুলি করা হয়। এতে জানালার কাচ ভেঙে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে। এ সময় মাহী বি চৌধুরীসহ তার পরিবারের কেউ সেখানে ছিলেন না।

অপর দিকে ওই রাতে উপজেলার আটপাড়া এলাকায় মাহী বি চৌধুরীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গুলির ঘটনায় বিকল্প যুবধারার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবু জহির খান অটল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। ও একই রাতে আটপাড়া এলাকায় মাহী বি চৌধুরীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় বিকল্প ধারার কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. নূর হোসেন সুমন বাদী হয়ে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীকে আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

এ দিকে মাহী বি চৌধুরীর বাসভবনে গুলি ও নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীনগর এম রহমান কমপ্লেক্সের সামনে মাহী বি চৌধুরীর উপস্থিতিতে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, পৃথক দুটি ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।