মিছে ভাবনা || হুসাইন বিন আফতাব
মিছে ভাবনা
হুসাইন বিন আফতাব
ভুল বুঝেছ আমায় কেন মিথ্যে ভাবনায়?
আসলে সব মেকি ছিল তোমার ছলনায়।
নিত্য তুমি অশ্রু ঝরাও গভীর বেদনায়,
কষ্ট চেপে হাসি মুখে ফিরছ অবেলায়।
চেয়েছি যে আলোয় ভরা থাকুক সুখের বাসর
স্বপ্নচোখে সাজাও তুমি নিত্য প্রেমের আসর।
আমি তো নই একঘেয়েমি, তোমার প্রতিক্ষায়,
কি লাভ বলো আগুন জ্বেলে পুড়াবো তোমায়।
মানবে কিনা, তাও জানি না পৌঁছাবে না এই বাণী,
দুরে বসে যায় শোনা ঐ তোমার সুরের প্রতিধ্বনি।
তবুও যে আনবো নাতো সর্বনাশা অবিশ্বাসে,
যার ছোবলে পুড়বে তুমি কাঁদবে শুধু একলা বসে।
চোখের জলে সাগর হবে পারবে নাতো সইতে কভু,
এখন বুঝি খুব ভালো নেই কষ্ট সহে আছ তবু।
বিশ্বাসে হয় সব সমাধান, অটুট রেখ এই মন্তরে
সত্যের জয় হবে সদা তুমি রবে সুখ পারে।
নেই সংযোগ হয়না কথা সেই যে তোমার অভিমানে,
দীর্ঘ সময় পেরিয়ে গেল একলা আমি সংগোপনে।
হয়নি মনে তোমায় কভু পাষাণ দিলে এই আমি,
ভালো থেক সুখে থেক আপন করে তাকেই তুমি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন